চব্বিশের আগেই বঙ্গ বিজেপিতে বদল চাইছেন রাজ্যের বিজেপি সাংসদরাই – নইলে অশনি সংকেত

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা ::  ‘অনভিজ্ঞ’দের নেতৃত্বে যেভাবে পশ্চিমবঙ্গে দল চলছে তার অবিলম্বে পরিবর্তন না হলে ২০২৪-এর লোকসভা নির্বাচনে অশনি সংকেত দেখছেন এ রাজ্যে বিজেপির সাংসদদের মধ্যে অধিকাংশই।

প্রকাশ্যে দলের ‘অপরিণত’ রাজ্য নেতৃত্বের উপর অনাস্থা প্রকাশ করেছেন। অনেকে আবার টিম সুকান্ত-অমিতাভদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষুব্ধ সাংসদদের প্রায় সকলেই দলের সভাপতি জে পি নাড্ডা ও দিল্লির শীর্ষনেতৃত্বের কাছে রাজ্য নেতাদের বিরুদ্ধে অসন্তোষের কথা জানিয়েছেন।

বিজেপির ১৭ সাংসদের অনেকেই সুকান্ত-অমিতাভর প্রতি অনাস্থা আনেন। এই তালিকায় দিলীপ ঘোষ , শান্তনু ঠাকুর, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ-সহ আরও পাঁচ সাংসদ। তাঁরা ২০২৪-এ নিজের কেন্দ্রে জয় পেতে এখন থেকেই প্রস্তুতিতে নেমে পড়তে চাইছেন। কিন্তু বাধা দলের চরম গোষ্ঠী কোন্দল |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =