ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ ;; কোলকাতা :: এবার অভিজ্ঞতার দ্বন্দ্ব শুরু হল বিজেপিতে। কার কত অভিজ্ঞতা, তা নিয়ে তরজায় জড়াল বঙ্গ বিজেপির প্রাক্তন বনাম বর্তমান সভাপতি। বঙ্গ বিজেপির নেতৃত্বে থেকে দিলীপ ঘোষকে সরিয়ে বসানো হয় তারুণ্যে ভরা মুখ সুকান্ত মজুমদারকে। অর্থাৎ অভিজ্ঞতার পরিবর্তে বিজেপি কামব্যাকের লক্ষ্যে বরণ করে নেয় তারুণ্যকে।
কিন্তু সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হয়ে আসার পর থেকেই বিজেপির অন্তর্কোন্দল চরম আকার নেয়। সবথেকে বড় কথা ২০২১-এর নির্বাচনের পর উপনির্বাচন ও পুরনির্বাচনে ভরাডুবির পর ‘অনভিজ্ঞ’ সুকান্ত ঘরে-বাইরে সমালোচিত হন। তিনি দলকে সামলাতে পারছেন না বলেও অভিযোগ ওঠে। প্রশ্ন ওঠে বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে নিয়েও। আনকোরা হাতে পড়ে বিজেপি বাংলায় খেই হারিয়ে ফেলছে বলে বিজেপিতে বাড়তে থাকে বিদ্রোহীর সংখ্যা।
উল্লেখ্য, দিলীপ ঘোষের হাত ধরে বাংলায় বিজেপির উত্থান হয়েছিল। ২০১৫ সালে দায়িত্ব নিয়ে আসার পর দিলীপ ঘোষের নেতৃত্বাধীন বিজেপি তৃণমূলের চ্যালেঞ্জার রূপে আবির্ভূত হয়েছিল বাংলায়। ২০১৯-এ তৃণমূলকে ধাক্কা দিয়ে বিজেপি ১৮টি লোকসভা আসন দখল করে।
তারপর থেকেই বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখতে শুরু করে বিজেপি। কিন্ত বিজেপি একুশের নির্বাচনে ব্যর্ত হওয়ায় নেতৃত্বে বদল আসে। তখন সুকান্ত দায়িত্বভার নিয়ে দিলীপ ঘোষকে নিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। তাঁর আমলে বিজেপি সর্বোচ্চ এগিয়েছে বলে জানিয়েছিলেন। এক বছরের মধ্যেই উভয়ের মধ্যে শুরু হয়ে গেল কোন্দল।