নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :বালুরঘাট :: রবিবার রাতে সোহম মার্ডি ও মিনতি সরেন নামে স্থানীয় এক দম্পতি বালুরঘাটের দোগাছি ফরেস্টের মধ্য দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় অন্ধকারের মধ্যে একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে কিছুটা আঁতকে ওঠেন তারা।
এরপরেই তাদের চিৎকারে ছুটে আসে আশপাশের লোকেরা। শুরু হয় খোজাখুজিও। রাতেই ফরেস্টের মধ্যে থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন ওই আদিবাসী দম্পতি। বিষয়টি জানাজানি হতেই সোমবার সকালে উদ্ধার হওয়া ওই শিশু কন্যাটিকে বালুরঘাট থানায় নিয়ে আসেন আদিবাসী দম্পতি।এরপরেই পুলিশ প্রথমে শিশুটির শারিরীক পরীক্ষার জন্য নিয়ে আসে বালুরঘাট জেলা হাসপাতালে। যেখান থেকেই জানানো হয় শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। এরপরেই উদ্ধার হওয়া ওই শিশু কন্যাটিকে চাইল্ড লাইনের হাতে তুলে দেয় বালুরঘাট থানার পুলিশ ।
বিষয়টি নিয়ে চাইল্ড লাইনের সদস্য তনুশ্রী শীল বলেন, শিশু উদ্ধারের এমন খবর পেয়েই থানায় এসেছেন। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির মাধ্যমেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কন্যা সন্তানের জন্যই হয়তো শিশুটিকে ফেলে রেখে গেছে তার পরিবার।