BREAKING NEWS :: তামিলনাড়ুতে ধর্মীয় শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু ও ১৫ জন আহত হয়েছেন।

ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: তামিলনাড়ু :: তামিলনাড়ু রাজ্যের একটি  মন্দির থেকে বের হওয়া ধর্মীয় শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু ও ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকালে রাজ্যের থাঞ্জাবুর জেলার একটি মন্দির থেকে বের হওয়া ধর্মীয় শোভাযাত্রার গাড়ি উচ্চগতির একটি বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে দুই শিশুও রয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, আহত কয়েকজনের অবস্থা গুরুতর। মৃত মানুষের সংখ্যা বাড়তে পারে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ইতিমধ্যে এ নিয়ে তদন্ত শুরু করেছে |

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই শোভাযাত্রায় প্রায় ৫০ জন মানুষ অংশ নিয়েছিলেন। হঠাৎ জেনারেটরে ত্রুটি দেখা দেওয়ায় গাড়িটি দাঁড়িয়ে পড়ে।

 

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, সাধারণত শোভাযাত্রার সময় উচ্চগতির ওই বিদ্যুৎ সঞ্চালন লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। কিন্তু এবার সংযোগ সচল ছিল। কারণ, রথ থেকে বিদ্যুতের লাইনের উচ্চতা বেশি থাকায় এটি সংস্পর্শে আসবে না বলেই ধরে নেওয়া হয়েছিল।

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন। তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেছেন। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে রাজ্যে সরকারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা  করে সহায়তা দেওয়ার ঘোষণা করেছে  মুখ্যমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তা দিয়ে দুর্ঘটনার শিকার ব্যক্তি ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নিহত ব্যক্তিদের পরিবারকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুই লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 12 =