সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: গরমে হাঁসফাঁস অবস্থা। নাভিশ্বাস ওঠার যোগাড়। ক্রমশঃ চড়ছে তাপমাত্রার পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতায় এখন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এমনই পরিস্থিতি থাকবে বলেই জানা গিয়েছে।
প্রাণ একেবারে যায় যায় অবস্থা।তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। সকাল ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে তাপপ্রবাহ। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। লায় সব ফাকা। ঝলমলে রোদ। আর তার সাথে তাপ প্রবাহ । বাংলা নববর্ষের পর থেকে গরম আরও বাড়তে শুরু করেছে।বৈশাখ মাস প্রচন্ড রোদের সাথে তাপপ্রবাহ আজ দুপুর থেকে অধিক মাত্রায় বেড়ে যায়। দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে ঠান্ডা পানীয় দোকানে ভিড় দেখা গেলো। দেখা গেল আখের রস থেকে তরমুজের দোকানে ।
বারুইপুর, সোনারপুর ,ক্যানিং, বারুইপুর, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ,নামখানা, বিভিন্ন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঠান্ডা পানীয় দোকানে ভিড় দেখা যায়।অনকেই ঠান্ডা শরবত, কেউ আবার ডাবের জল আবার কেউ আখের রস খাচ্ছেন।
এই গরম থেকে সাময়িক রেহাই পেতে অনেকই ঠান্ডা পানীয় খেয়ে স্বস্তি নিচ্ছেন। গরম থেকে বাঁচতে অনকেই ছাতা নিয়ে চলাফেরা করছেন।
মৌসম ভবন জানিয়েছে, এই তাপপ্রবাহ কখনও কখনও প্রাণঘাতীও হতে পারে। কোনও একটি সমভূমি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলে অথবা পাহাড়ি এলাকার ক্ষেত্রে ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলে তাপপ্রবাহ বলে ধরা হয়ে থাকে।
অর্থাৎ স্বাভাবিকের চেয়ে মোটামুটি ৫ ডিগ্রি বেশি থাকলে তাকে তাপপ্রবাহ বলেই ধরা হয়। বৃষ্টির আশায় চাতক পাখির মতন আকাশের দিকে তাকিয়ে রয়েছে দক্ষিণবঙ্গের মানুষ।