নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউ জলপাইগুড়ি :: গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোনার বিস্কুট উদ্ধার করে। সোনার বিস্কুট পাচারের অভিযোগে গ্রেফতার দুই মহিলা |
অভিযুক্তরা হলেন মৌসুমী অধিকারী ও লীনা গোস্বামী। একজন উত্তর ২৪ পরগণার বারাসাত থেকে এবং অন্য মহিলা বাগদাদের বাসিন্দা। ডিআরআই সূত্রে খবর, বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশনে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং সেন্ট্রাল রেভিনিউ ইন্টেলিজেন্স উইং (সিআরআই) যৌথ অভিযান চালায়। ডাউন গুয়াহাটি রাজধানী এক্সপ্রেসের শীতাতপ নিয়ন্ত্রিত কোচ থেকে দুই মহিলাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তার কাছে ‘জুতা’ ছিল যা একটি কালো ক্যারি ব্যাগে রাখা ছিল এবং জুতার ভেতরে লুকিয়ে রাখা ছিল সোনার বিস্কুট।
বুধবার ১৬টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। বিস্কুটের মোট ওজন ২.৫ কেজি। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা আনুমানিক । আজ অভিযুক্তদের শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে ।