গরমের হাত থেকে সাধারণ মানুষকে সস্ত্বি দিতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কুলটিতে জলযোগের ব্যবস্থা ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: গরমের হাত থেকে সাধারণ মানুষকে সস্ত্বি দিতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জলযোগের ব্যবস্থা ।শুক্রবার আসানসোলের কুলটির তিনটি জ্যাগায় জলোযোগের ব্যবস্থা করা হয়, যেখানে পুলিশের পক্ষ থেকে নিয়ামতপুর নিউরোডে পথযাত্রীদের সরবত পানের ব্যবস্থা করা হয় ।অপরদিকে কুলটির সীতারামপুরে তৃণমূলের বুথ সভাপতি উজ্বল মন্ডলের নেতৃত্বে এদিন প্রায় ২০০ পথ চলতি মানুষকে সরবত পান করানো হয়। এছাড়া কুলটির তৃনমূল কংগ্রেসের এগিয়ে বাংলার উদ্যোগে জল পানের ব্যবস্থা করা হয়। গরমে সাধারন মানুষের পাশে দাঁড়াতে দলকে নির্দেশ দিয়েছে তৃনমূল নেতৃত্ত ।আর সে কথাকে সামনে রেখে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে কুলটির দুটি জ্যাগায় জল পানের ব্যবস্থা করা হয় শুক্রবার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − seventeen =