সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: স্কুলের বার্ষিক ফি ছাড়াও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে স্কুলের গেটের সামনে বিক্ষোভ অভিবাবকদের। এমনই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ গোপালনগরের গোপালনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ বার্ষিক ফি ছাড়াও পরীক্ষা ফি বাবদ প্রতি ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ১৫০ টাকা করে নিচ্ছে।অভিভাবকদের অভিযোগ এই ১৫০ টাকার কোনো প্রকার রসিদ দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। আরো আভিযোগ টাকা না দিলে ছাত্র ছাত্রীদের পরীক্ষাতে বসতে দেওয়া যাবে না। অভিভাবক দের অভিযোগ বেআইনি ভাবে টাকা নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। টাকা ফেরতের দাবিতে দফায় দফায় স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা।অভিবাবকদের বিক্ষোভের জেরে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেয় স্কুলের প্রধান শিক্ষক। স্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার মিত্র বিষয় নিয়ে সংবাদমাধ্যমের কর্মীরা যখন প্রশ্ন করতে যায় সেই সময় সংবাদমাধ্যমের কর্মীদের হেনস্তা করে বলে আভিযোগ সংবাদ মাধ্যমের ।