গত ১০ বছর ধরে পশুদের মতোই মালদহের বাড়িতেই শিকলবন্দি অবস্থায় রয়েছেন এক যুবক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: গত ১০ বছর ধরে পশুদের মতোই বাড়িতেই শিকলবন্দি অবস্থায় রয়েছেন এক যুবক। বাড়ির একমাত্র ছেলে মানসিক ভারসাম্যহীন। তাই বাড়ি থেকে যাতে নিখোঁজ না হয়ে যায়, তার জন্যই এভাবে তাকে বেঁধে রাখা হয়েছে |

পরিবারের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বারুইপাড়া এলাকায় ।

যদিও ওই যুবকের পরিবারের বক্তব্য, দিনমজুরের পরিবার। তাই বড় কোনো চিকিৎসা করানো সম্ভব হয় নি । এভাবেই বাড়ির সামনে গাছতলাতে মাচান বেঁধে শিকল বন্দি করে রাখা হয়েছে তাকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন ওই যুবকের নাম বরুণ দাম (২৮)। দীর্ঘদিন ধরে ওই যুবক মানসিক ভারসাম্যহীন রয়েছে। যদিও মালদা মেডিকেল কলেজে মানসিক ভারসাম্যহীন রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

তা সত্ত্বেও কেন ওই যুবককে সেখানে না ভর্তি করিয়ে এভাবে শিকল বন্দি করে রাখা হয়েছে ! সে ব্যাপারে পরিবারের লোকেরা জানিয়েছেন, মেডিকেল কলেজের সহায়তা নিয়ে চিকিৎসা করানো হয়েছিল । কিন্তু তাতে বরুণ সুস্থ হয় নি। ওর চিকিৎসার জন্য বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছেন কয়েকজন চিকিৎসক। দরিদ্র পরিবার হওয়ার কারণেই বরুণকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানো সম্ভব হয় নি। তাই ওকে এভাবে বাড়ির উঠোনে গাছতলায় শিকলবন্দী করে রাখতে হচ্ছে।

মুচিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান মৌসুমী সরকার বিশ্বাস জানিয়েছেন , আমার অঞ্চলে এরকম ঘটনার কথা জানা ছিল না । বিষয়টি শোনার পর অসুস্থ যুবককে শিকল মুক্ত করার জন্য সবরকম প্রয়োজনীয় উদ্যোগ নেবে সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ। সব বিষয় খতিয়ে দেখা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + six =