নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বেলুড় :: বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫তম বর্ষপূর্তির উদ্বোধনী অনুষ্ঠান পালন হচ্ছে বেলুড় মঠে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আজ ১লা মে তারিখে ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে বেলুড় মঠে। আজ রবিবার, সকাল ৯টা থেকে ১১:৩০ মিনিট অবধি ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় মঠে। এই অনুষ্ঠানের সুচির কথা আগেই মঠের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানান হয়েছিল।উদ্বোধন অনুষ্ঠানে ভক্তদের আশীর্বাণী শোনান পূজ্যপাদ সঙ্ঘাধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী। এই অনুষ্ঠানে পূজনীয় সহ-সঙ্ঘাধ্যক্ষ মহারাজগণ, সাধারণ সম্পাদক মহারাজ ও অন্যান্য বরিষ্ঠ সন্ন্যাসীগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বিকেলে সন্ধ্যারতির পর থাকবে সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ অবাধ থাকবে বলেই জানান হয়েছে বেলুড় মঠের পক্ষ থেকে। প্রসঙ্গত মঠের ভিতরে দর্শনীয় স্থানগুলোতে কোভিড বিধি নিষেধের কারণে প্রবেশ নিয়ন্ত্রিত ছিল, তা তুলে নেওয়া হয়েছে।