জমি বিবাদের জেরে ঈদের দিন মগরাহাটে দুই ভাইকে কুপিয়ে খুন – অভিযুক্ত গ্রেপ্তার

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: জমি নিয়ে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরেই । কিন্তু তার পরিণতি যে একেবারে জোড়া খুন পর্যন্ত গড়াবে তা ভাবতে পারেনি কেউই । জমি বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে দুই ব্যক্তিকে কুপিয়ে খুন করলো প্রতিবেশীরা । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তর্গত মাহিতলাতে ।স্থানীয় ও পুলিশ সূত্র জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিবাদ ঘিরে গত কয়েক মাস ধরে বিবাদ চলছিল দুই পরিবারের মধ্যে । ঈদের দিন দুই পরিবারের মধ্যে এক পরিবারের সদস্যদের কটূক্তি করায় দুই পরিবারের মধ্যে অশান্তি চরমে ওঠে। অভিযোগ সেই সময় বাবলু শেখ ও তার পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ইজাজুল শেখের পরিবারের উপর।এলোপাতাড়িভাবে কোপানো হয় ইজাজুলকে । তাকে বাঁচাতে গেলে ভাই মিন্টু শেখকে ও কোপানো হয় ।

স্থানীয়রা আজিজুল ও মিন্টুকে মগরাহাট ব্লক হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও অবস্থার অবনতি হওয়ায় রাতেই স্থানান্তরিত করা হয় ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে । কিন্তু শেষ রক্ষা হয়নি । হাসপাতালে মৃত্যু হয় দুজনের ।

এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । ঘটনার পর থেকে এলাকা ছেড়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত বাবলু শেখ ও দিলু শেখ সহ তাদের পরিবারের লোকজনেরা। যদিও তাতে কোনো বিশেষ লাভ হয়নি । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডায়মন্ডহারবারের এসডিপিও মিতুন কুমার দে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের জেরা করে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা দেখা হচ্ছে । ধৃতদের বুধবার ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হবে । এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =