পৌরসভার স্থাপন করা বিপ্লবীর মূর্তিতে জন্মতারিখ ভুল , প্রতিবাদে সরব বাম যুব সংগঠন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: অগ্নিযুগের বীর বিপ্লবীর জন্মদিন নিয়ে চরম বিভ্রান্তি । তাও আবার পৌরসভার স্থাপন করা আবক্ষ মূর্তিতে । যা নিয়ে তুমুল বিতর্ক ও প্রতিবাদ সোশাল মিডিয়ায় । প্রতিবাদে সরব হল বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন । বৃহস্পতিবার মূর্তির সামনে সভা করেন তারা।বর্ধমান পৌরসভার পক্ষ থেকে ২০২১ এর ৯ ই অক্টোবর বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার এর আবক্ষ মূর্তি স্থাপন করা হয় ।ওইদিনই ঢাক ঢোল পিটিয়ে ঘটা করে আবক্ষ মূর্তির উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা । সভাপতিত্ব করেন তৎকালীন বর্ধমান পৌরসভার পৌরপ্রশাসক প্রণব চট্টোপাধ্যায় । নাম ফলকে নাম ও লেখা রয়েছে বড় বড় অক্ষরে । অথচ মূল জায়গাতেই ভুল !বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার এর জন্ম তারিখ লেখা হয়েছে ৫ই,সেপ্টেম্বর ১৯১১ , অথচ আসল তথ্য হল বিপ্লবীর জন্মদিন ৫ই, মে ১৯১১ ! এতবড় ভুল অথচ সেটাই উদ্বোধন করে দিলেন জেলাশাসক এই বিষয়ে জেলাশাসকের কাছে প্রশ্ন করলে তিনি কিছু বলতে চাননি ।

পাশাপাশি এই বিষয় নিয়ে বর্ধমান পৌরসভার নবনিযুক্ত চেয়‍্যারম্যান পরেশ চন্দ্র সরকারকে প্রশ্ন করা হলে তিনিও এই বিষয় নিয়ে এড়িয়ে যান ।

গত অক্টোবর থেকে জন্ম তারিখ পরিবর্তন করার কেউ প্রয়োজন অনুভব করলেন না । যা নিয়ে সরব হল বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদস্যরা । বর্ধমান শহরের রাধানগর পাড়াতে স্থাপন করা হয়েছে এই আবক্ষ মূর্তি ।কেন এত উদাসীনতা ? এর নাম কি শ্রদ্ধাজ্ঞাপন ? নাকি সবটাই লোক দেখানো রাজনীতিকরণ বলে তোপ দেগেছেন বাম যুব সংগঠনের নেতারা ।

বিপ্লবীর জন্মদিনের দিন এই বিভ্রান্তির প্রতিবাদে সভাও করলেন বাম যুবরা । ধিক্কার জানালেন এ ধরনের উদাসীনতাকে । ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সহ সভাপতি চন্দন ভট্টাচার্য জানিয়েছেন , একজন আইএএস অফিসার তিনি ভুল থাকা সত্ত্বেও কিভাবে উদ্বোধন করলেন ?

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি ।এদিন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক এর দপ্তরের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ পাশাপাশি ডেপুটেশন জমা দেওয়া হয় জেলাশাসককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =