সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: এবার মগরাহাটে প্রকাশ্যে শ্যুটআউট একজনের মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে শ্যুটআউটের ঘটনায় গুলিবিদ্ধ আরও ১। সুদের কারবার নিয়ে বচসায় গুলি চলার অভিযোগ।
ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি আহত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,জানা গিয়েছে, এদিন বিকেলে প্রকাশ্যে এক যুবক গুলি চালায়। তাতেই গুলিবিদ্ধ হন দুজন।
দুজনকে প্রথমে নিয়ে যাওয়া হয় মগরাহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করে। আহতকে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে গুলিবিদ্ধ দুই ব্যক্তির নাম মোয়েজ্জেম ঢালী, রেজওয়ান ঢালী ।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোয়েজ্জেম ঢালীকে মৃত বলে ঘোষণা করে।
কিন্তু কেন গুলি চালানো হল ? কোথা থেকে এল আগ্নেয়াস্ত্র ? কে বা কারা গুলি চালাল ? উঠছে একাধিক প্রশ্ন। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত আক্রোশের জেরে গুলি চালানো হয়। খুনের নেপথ্যে থাকতে পারে সুদের কারবারের মতো বিষয়।
মোটা টাকা পাওয়ার আশায় চড়া সুদে টাকা ধার দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা মেলেনি। সেই ক্রোধেই খুন বলে অনুমান পুলিশের। এদিন ঘটনাস্থলে যান ডায়মন্ড হারবারের এসডিপিও এবং মগরাহাট থানার পুলিশ। ইতিমধ্যেই ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।