নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: কিছুদিন আগে ধুন্ধুমার কাণ্ডে ওদলাবাড়ি তে হইচই পড়ে যায়। দুটি পরিবারের মধ্যে সংঘর্ষে কম করে বারো জন মানুষ আহত হন। গুরুতর আহত হওয়ার কারণে কমল বর্মনকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। তবে শেষ রক্ষা হয়নি কমল বর্মন এর মৃত্যু হয়।কমল বর্মন এর মৃতদেহ বৃহস্পতিবার বিকালে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত নিতাই বর্মন এবং তার ছেলেকে আগেই পুলিশ গ্রেপ্তার করেছে। বিশাল পুলিশ বাহিনীর তত্ত্বাবধানে তার মৃতদেহ দাহ করা হয় নদীসংলগ্ন শশান ঘাটে । গন্ডগোল যাতে না ছড়ায় তার জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছিল।নিতাই বর্মন এর ফাঁসি চাই এই শ্লোগান দিয়ে গ্রামবাসীরা কমল বর্মনকে শশান ঘাটে নিয়ে যায়। নিরাপত্তার কথা ভেবে রাতেও সংশ্লিষ্ট এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে।এই ঘটনা রীতিমতো অবাক করার মত ।