দানিস আলী :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: হুগলি জেলার শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্র সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধি পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি সি এ এ বিরোধ করে হুগলির খাদিনা মোড় থেকে পায়ে হেঁটে চুঁচুড়া ঘড়ির মোড় পর্যন্ত তৃণমূল কর্মী ও নেতৃবৃন্দ বিরোধ প্রদর্শন করেন ।ঘড়ির মোড়ের সভায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন কেন্দ্রে বিজেপি শাসিত সরকার সাধারণ মানুষের উপরে অনৈতিক মিথ্যাচার ও দ্রব্যমূল্য বৃদ্ধির বিরোধিতা করতে গিয়ে কুনাল ঘোষ বলেন বিজেপি ধর্মীয় রাজনীতি করছেন।
তিনি তার বক্তব্যে বলেন আমরা জয় শ্রীরাম বলতে রাজি আছি যদি পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রী রাম বলার জন্য তেলের দাম ৩০ টাকা লিটার হয় তাহলে ।তিনি এই মঞ্চ থেকে চুঁচুড়া সাংসদ লকেট চ্যাটার্জী কে নিশানা করে বলেন যে চুঁচুড়া চুঁচুড়ার মানুষ সাংসদকে দেখতে পায় না বলে তার কাছে অভিযোগ আছে। কুনাল ঘোষ বলে ২৪ শে লোকসভা ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হবেন ।
তিনি বলেন “রোশনি চাঁদ সে হতি হ্যায় সিতারো সে নেহি – মহব্বত এক্ সে হতি হ্যায় হাজারো সে নেহি ” । তার বলার উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া বাংলার মানুষ আর কিছু ভাবে না |এই সভায় উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার হুগলি জেলার সভাপতি স্নেহাশিস চক্রবর্তী ধোনেখালি মন্ত্রী অসীমা পাত্র পান্ডুয়ার বিধায়ক এবং রাজ্যের পরিবেশ মন্ত্রী বাঁশবেড়িয়ার বিধায়ক তপন দাশগুপ্ত ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ।