৪২ তম ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হাঁটা প্রতিযোগিতায় তিনি সোনা পান দৌড়ে ব্রোঞ্জ পদক পেলেন মালদহের তনুশ্রী

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ১৯ বছর ধরে খেলাধুলার সাথে যুক্ত ছিলেন না তিনি। খেলাধুলার সব থাকলেও সাংসারিক চাপে খেলা করা যেত না। তবে ইচ্ছে থাকলে মানুষ একদিন সফল হতে পারে। তাই তিন বছর আগে আবার খেলাধুলায় অনুশীলন শুরু করেছিলেন। আর তাতেই সাফল্য।ঘরে এবং বাইরে কাজ সামলে প্রাপ্ত বয়স্কদের ন্যাশনাল অ্যাথলেটিকস মিট হেঁটে সোনা জিতলেন মালদার গৃহবধূ ৩৮ বছরের তনুশ্রী লালা। বাড়ি ইংরেজবাজার শহরের কৃষ্ণ পল্লী এলাকায়। স্বামীর সুব্রত লালা পেশায় বেসরকারি কর্মী।সম্প্রতি চেন্নাইয়ের জহরলাল নেহেরু স্টেডিয়াম ৪২ তম ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় সেখানে তনুশ্রী ৫ কিলোমিটার হাঁটা এবং ১৫ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন হাঁটা প্রতিযোগিতায় তিনি সোনা পান দৌড়ে ব্রোঞ্জ পদক।

স্বামী দুই ছেলেকে নিয়ে তার পরিবার। তনুশ্রী বলেন গত তিন বছর ধরে আমি অনুশীলন করছি পারিবারিক সমস্যায় বেশ কিছুদিন ধরে অনুশীলন চালাতে পারেনি ১৯ বছর বন্ধ ছিল তার খেলাধুলা। তারপর পরিবারের সহযোগিতায় তিনি আবার মাঠে অনুশীলন শুরু করেছিলেন প্রতিদিনই দু’ঘণ্টা সকালে বিকালে দেড়ঘন্টা অনুশীলন করত ।

আগামীদিনে তার লক্ষ্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ নামা তবে আর্থিক সংকটের জন্য তাতে আমার কিছু সমস্যা রয়েছে। তনুশ্রীর কোচ অসিত পাল ছাত্রীর এই সাফল্যে বড় খুশি তিনি জানান “তনুশ্রীর এই সাফল্যে খুশি মালদাবাসী খুশি জেলা ক্রীড়া সংস্থার খেলা প্রেমী মানুষ।

আগামী দিনে তনুশ্রীর ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে আমি রয়েছি তার সাথে। তাকে আর্থিক সহায়তা করা হলে তনুশ্রী আন্তর্জাতিক স্তরে সাফল্য পাবে এই আমার বিশ্বাস।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + three =