নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: পথ দুর্ঘটনা এড়াতে আরো বেশি সচেতন পুলিশ প্রশাসন । সাম্প্রতিককালে ইন্দাস থানা এলাকায় পথ দুর্ঘটনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে ।
তার উপর এক সপ্তাহে চার-চারটে মৃত্যু নাড়িয়ে দিয়েছে ইন্দাস থানা এলাকার সাধারণ মানুষদের । তাই পথ দুর্ঘটনা এড়াতে আরো বেশি সচেতন ভূমিকা পালন করছেন পুলিশ প্রশাসন ।শনিবার ইন্দাসে চারচাকা দু চাকা গাড়ির উপর কড়া নজর চালানো হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে । যে সমস্ত সাধারণ মানুষরা দু চাকা অথবা চার চাকা নিয়ে রাস্তায় বেরিয়েছেন তারা প্রত্যেকেই হেলমেট পরেছেন কিনা সিট বেল্ট লাগিয়েছেন কিনা প্রত্যেকের লাইসেন্স রয়েছে কিনা গতি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাচ্ছে কিনা সে গুলির উপর নজর রাখা হয় ।যারা বিনা হেলমেট বা বিনা লাইসেন্সে বাড়ির বাইরে বেরিয়েছেন তাদের বিরুদ্ধে সরকারি নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে । এ দিন উপস্থিত ছিলেন ইন্দাস থানার ওসি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ।বিষ্ণুপুর মহকুমার এসডিপিও কুতুবউদ্দিন খান সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান , পথ দুর্ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী দিনেও এই উদ্যোগ জারি থাকবে বলে জানান তিনি ।