নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলাঘাট :: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে শনিবার গভীর রাতে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় বাসিন্দারা ছুটে আসে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়ে উঠেনি। দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কোলাঘাট থানার পুলিশ।তবে কি কারণে এমন অগ্নিকাণ্ড তা তদন্ত শুরু করেছে পুলিশ। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। অগ্নিকাণ্ডের ফলে কয়েক লক্ষাধিক টাকা সামগ্রী ও যন্ত্রপাতি ভষ্মিভূত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
সূত্রের খবর , শনিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে মান্দারগেছিয়া গ্রামের একটি হোসিয়ারী কারখানায় আগুন লাগে।কারখানার দোতালায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এলাকায় স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি।
দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার পুলিশ। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডের ফলে কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী ও যন্ত্রপাতি ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে। যদিও কারখানার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোলাঘাট থানার এক পুলিশ আধিকারিক বলেন ” ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে “।