সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: অশনি-সতর্কতা। বঙ্গোপসাগরে সাইক্লোনের ভ্রুকুটি। বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন উপকূল থানায় শুরু হলো সতর্কতামূলক প্রচার। আসন্ন ঝড় নিয়ে উপকূল এলাকার প্রত্যন্ত গ্রামগুলিতে পৌঁছে গ্রাম বাসীদের আগাম সতর্ক করছেন পুলিশ টিম।
মাটির কাঁচা বাড়ি বা বাঁধের উপর ঘর থেকে ফ্লাড শেল্টার গুলিতে সময়মতো ঢুকে যাবার জন্য বলা হচ্ছে। মধু বা কাঁকড়া সংগ্রহ করতে নৌকা নিয়ে নদীতে যেতে কঠোরভাবে বারণ করা হচ্ছে।