নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বেআইনিভাবে বালি বোঝাই করে বালী পাচারের অভিযোগে কাঁকসা থানার পুলিশ এক ডাম্পারের চালক কে গ্রেফতার করলো। মঙ্গলবার ধৃত চালককে মহকুমা আদালতে পেশ করা হয়। কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে ধৃত চালকের নাম বিশাল সিং। পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের বাসিন্দা।সোমবার অজয় নদ থেকে শিবপুর এলাকা হয়ে মুচিপাড়ার দিকে আসার সময়। ডাম্পারটিকে আটক করে পুলিশ। ডাম্পারের চালক বৈধ কাগজ দেখাতে না পারায় ডাম্পারের চালককে গ্রেফতার করে মঙ্গলবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। আটক করা হয়েছে বালি বোঝাই ডাম্পারটিকে।