চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ জল সম্পদ দপ্তরের ঝাড়গ্রামের এক কর্মীর বিরুদ্ধে

দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: সেচ দপ্তরের চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল জলসম্পদ দপ্তরের ঝাড়গ্রাম কার্যালয়ের এক কর্মীর বিরুদ্ধে ।অভিযুক্ত সরকারি কর্মচারীর নাম বিশ্বজিৎ সাহা । তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের খয়েরুলাচক গ্রামে।

তিনি বর্তমানে মেদিনীপুর শহরের পুলিশ লাইন সংলগ্ন মাইকেল মধুসূদন নগর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। তার বিরুদ্ধে অভিযোগ সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করেছেন। উত্তর ২৪ পরগনা বারাসাত এলাকার কল্যাণ পুরের বাসিন্দা সায়ন মুখার্জিকে সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে দুই লক্ষ দশ হাজার টাকা নিয়েছেন ২০২০ সালের অক্টোবর মাসে।চাকরি তিনি পাননি এবং টাকা ফেরত দেওয়ার নাম করে টাকাও তাকে ফেরত দেননি । তিনি শুভেন্দু অধিকারীর পরিচয় দিয়েছিলেন । সেই সময় শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সরকার এর সেচ দপ্তরের মন্ত্রী ছিলেন। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ওই সরকারি কর্মচারী সেই বিশ্বাসে ওই ব্যক্তি বিশ্বজিৎ সাহাকে টাকা দিয়েছেন বলে জানান ।

টাকা ফেরত না পেয়ে সোমবার তিনি কোতয়ালী থানায় বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে মঙ্গলবার ঝাড়গ্রাম শহরে এসে জলসম্পদ দপ্তরের অফিসে বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানান। তিনি দীর্ঘদিন অফিসে আসেননি বলে ঝাড়গ্রামের সেচ দপ্তরের কার্যালয়ের আধিকারিক জানান।কেন তিনি কার্যালয়ে আসেন নি তা জানতে চেয়ে তাকে নোটিশ পাঠানো হয়েছে বলেও ওই আধিকারিক জানান। তিনি আরো বলেন যে অভিযোগ পেয়েছি। বিষয়টি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা দেখবেন।

এছাড়াও আরও একাধিক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে ওই সরকারি কর্মচারী কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ এসেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eight =