সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: আবারও লোকালয়ে কুমির আতঙ্ক । বনদপ্তর এর দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় কুমিরটিকে উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, পাথরপ্রতিমা দক্ষিণ শিবগঞ্জ এলাকায় বন দপ্তরের অফিস লাগোয়া দীপক কুমার মাইতির পুকুরে হঠাৎ কুমির দেখতে পায় এলাকাবাসী।এরপর আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদপ্তর এর আধিকারিকদের। ঘটনাস্থলে বনদপ্তর আধিকারিকরা প্রায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার করতে সক্ষম হয়।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, পাথরপ্রতিমা কার্জন ক্লিক থেকে কোনো ভাবে কুমিরটি এলাকাবাসীর পুকুরে চলে আসে। কুমির দেখে গ্রামবাসীরা খবর দেয় বনদপ্তরকে।
বনদপ্তর অবশেষে বাগে আনতে সক্ষম কুমিরটিকে । কুমিরটির দৈর্ঘ্য আনুমানিক ৮ ফুট। উদ্ধারের পর তাকে ভগবত পুর কুমির প্রকল্প নিয়ে যাওয়া হয়েছে।