সুফল চন্দ :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: মানুষের জীবনের মূল তিনটি চাহিদাই হলো অন্ন , বস্ত্র, বাসস্থান কিন্তু এর মধ্যেই যদি কোন একটি বিষয়ের উপর আঘাত আসে তাহলেই মানুষের জীবন ছন্নছাড়া। সম্প্রতি এই ঘটনা দেখা যাচ্ছে বাংলার রাজনীতিতে। দ্রুত গতিতে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে রান্নার গ্যাস এবং পেট্রোল- ডিজেল।
এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য সরকার সাধারণ মানুষের স্বার্থেই প্রতিবাদ করতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় চলছে আন্দোলন থেকে শুরু করে মিটিং মিছিলও। মূল্য বৃদ্ধির বিষয়ে কটাক্ষ করছে কেন্দ্রীয় সরকারকে। এদিন শ্রীরামপুর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদককে মূল্য বৃদ্ধির বিষয়ে প্রশ্ন করায় তিনি সরাসরি ভ্যাট কমানোর কথা বলেন ।তার সাথে সাথে কলকাতা বিদ্যুৎ সাপ্লাই কোম্পানির ইউনিটের প্রসঙ্গে সরাসরি আক্রমণ করেন রাজ্য সরকারকে। তার কথার মধ্য দিয়ে তিনি আলু এবং সরষের তেলের আগুন বৃদ্ধির কথা বলেন।
এই কথার পরে শ্রীলংকার এবং ইউক্রেনের যা পরিস্থিতি তাতে ভারত সরকারই পাশে দাঁড়াচ্ছে বলে দাবি করেন । তিনি এও বলেন প্রধানমন্ত্রী ভারতবর্ষের জন্য যা করেছেন তা নজির হয়ে থাকবে। তিনি দাবি করেন গ্যাসের মূল্য বৃদ্ধি যেভাবে হচ্ছে সেই বিষয়েও ভারত সরকার ভাবছে। তিনি দাবি করেন শ্রীলংকার বর্তমান অবস্থা ভবিষ্যতে পশ্চিমবঙ্গে হওয়ার সম্ভাবনা আছে।