কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: এর আগেই পুরাতন মালদা নিত্যানন্দপুরে ব্যক্তিগত উদ্যোগে চিড়িয়াখানা বানিয়ে যথেষ্ট সুনাম করেছে ওই এলাকার এক বাসিন্দা। প্রচুর মানুষের ভিড় হওয়ার কারণে এলাকার অর্থনীতিকে চাঙ্গা হয়েছে। নিত্যানন্দপুরের ঠিক পাশের গ্রাম শান্তিপুর এলাকায় এবার তৈরি হচ্ছে একটি রাধাগোবিন্দ মন্দির।এক ব্যক্তির দান করা জমিতে এই মন্দির তৈরি হবে বলে জানিয়েছেন সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনীক ঘোষ ।
এর ফলে খুশি সাধারণ মানুষ তবে এই মন্দির হওয়ার ফলে পর্যটকের সংখ্যা বাড়বে এই এলাকাতে। আগামী দিনে এই এলাকার উন্নতি হবে বলে তিনি আশা করছেন। সাধারণ মানুষও রীতিমতো খুশি। শুক্রবার এই মন্দিরটির শিলান্যাস করা হয়।