সুফল চন্দ :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: আলিপুর আবহাওয়া দপ্তর প্রথম থেকেই আভাস দেয় অশনি নামক ঘূর্ণিঝড় হানার কথা। সেই সুবাদেই শ্রীরামপুর পৌরসভার এই ঘূর্ণিঝড় থেকে বাঁচানোর ব্যবস্থা ইতিমধ্যেই নিয়ে নেয়। গত শুক্রবার এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচন্ড বৃষ্টিপাত হয়। ঝড় থেকে শুরু করে অতি ভারী বৃষ্টিপাত হয় সোমবার রাত্রে। প্রথমে প্রচন্ড হাওয়া অর্থাৎ একটা আস্ত ঝড়ের সৃষ্টি হয়, তারপরেই শুরু হয় অতি ভারী বৃষ্টি। প্রায় ঘন্টা খানেক ধরেই চলতে থাকে ঝোড়ো হাওয়ার সাথে সাথে অতি থেকে অতি ভারী বৃষ্টিপাত। তার জেরেই কিছু কিছু জায়গা বলা যায় প্রায় জলমগ্ন হয়ে গেছে। গত সোমবার এত পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তা ঘাটে জল জমে গেছে।