এস চন্দ :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: কম্পাউন্ডেবল মামলাগুলি যাতে একদিনে দ্রুত গতিতে সমাধান হয় এবং সাধারন মানুষরা যাতে সঠিকভাবে বিশেষ সুবিধা পায় তাই চারটি নতু বেঞ্চ গঠিত হল। ডি এল এস এ সেক্রেটারি শর্মিষ্ঠা ঘোষ তার নিজের বেঞ্চে সোশ্যাল ওয়ার্কার হিসেবে সপ্তপর্ণী ঘোষকে নিয়েছেন।তিনি দৃষ্টিহীনতা সত্ত্বেও ইউকো ব্যাঙ্কে চাকরি করেন। এই বেঞ্চ গঠনের মূল উদ্দেশ্য হলো যে সাধারণ মানুষের যে সমস্যা তা যেন একদিনের মধ্যে মিটে যায়, সেই দিকটি লক্ষ্য রেখেই বেঞ্চগুলি গঠন করা হয়েছে।