কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ মানিকচকের এনাতপুরের মোহনা এলাকায় । আহত উভয়পক্ষের বেশ কয়েকজন। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে মানিকচক গ্রামীণ হাসপাতাল এ চিকিৎসার জন্য। ঘটনার সূত্রপাত রবিবার সকাল নাগাদ সাজমা বেওয়া জমি মাপজোগের উদ্দেশ্যে আমিন ডাকেন। সেখানেই এসে জমি মাপতে বাধা দেন শেখ শহিদুল ও খায়রুল বাশার ।এরপরে সাজমা বেওয়ার উপর লাঠি হাঁসুয়া নিয়ে চড়াও হয় তারা বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।সংঘর্ষ বাধে দুই পক্ষের মধ্যে। এতে আহত হন মোট চারজন। স্থানীয়রা তাদেরকে তড়িঘড়ি নিয়ে আসে মানিকচক গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য। খাইরুল বাশার ও শেখ শহিদুল উভয়ে সম্পর্কে ভাই। একজন এনাতপুর অঞ্চলের ভিলেজ পুলিশ ও আর একজন সিভিক ভলেণ্টিয়ার। মূলত এদের ওপরই অভিযোগ সাজমা বেওয়ার ।অন্যদিকে শেখ শহিদুল অভিযোগ করেন দীর্ঘদিন ধরেই এই জমিটি নিয়ে একটি মামলা চলছে আদালতে। আজ সাজমা বেওয়া লাঠি হাসুয়া সহযোগে দলবল নিয়ে আসে জমিটি দখল করার উদ্দেশ্যে এবং রীতিমত আক্রমণ চালায় আমাদের উপর |
তাতে আমরা তিনজন গুরুতর আহত হয়।আমরা কোন আক্রমণ চালায়নি আমাদের উপর মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।