নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: ঘাটাল উপ সংশোধনাগার তথা ঘাটাল সাবজেলে কয়েদি দের থাকা শুরু হল। এই দিন মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে দশজন কয়েদিকে নিয়ে আসা হয় ঘাটাল সাবজেলে। জেলার বাপি টিকাদার বলেন বন্যার জন্য জেলে কিছু ক্ষয় ক্ষতি হয়েছিল সেগুলো সংস্কার হয়েছে। সোমবার ঘাটাল আদালত থেকে আসামি আসবে বলে জানিয়েছেন জেলর।
২০২১ সালে ঘাটালে বন্যার সময় মহকুমা শাসকের কার্যালয়ের পাঁচিল জলের তোড়ে ভেঙে গিয়ে নদীর পূর্বপাড়ে শহরের বেশ কিছু অংশ প্লাবিত হয়। বন্যার জল প্রবেশ করে ঘাটাল উপ সংশোধনাগারে। বন্যা থাকাকালীন কয়েদিদের মেদিনীপুর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়।
তারপর থেকে দীর্ঘ বেশ কয়েক মাস পরে কয়েদিদের ঘাটাল উপ সংশোধনাগারে রাখার ব্যবস্থা করা হলো। দীর্ঘদিন মেদিনীপুর সেন্ট্রাল জেলে কয়েদিদের রাখার জন্য অসুবিধায় পড়ে ছিলেন কয়েদিদের বাড়ির লোকজন।
জামিন থেকে শুরু করে, বন্দীদের আদালত সংক্রান্ত সব কাজে, ঘাটাল থেকে মেদিনীপুর গিয়ে কাজকর্ম করতে অনেক সময় লেগে যেত। ঘাটাল সাবজেলে যাতে বন্দিদের তাড়াতাড়ি ফিরিয়ে আনার তার জন্য আইনজীবীরা দাবি জানিয়েছিলেন।