নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: সোমবার দিন মুর্শিদাবাদ শহরের রেজিস্ট্রি অফিস মোড় সংলগ্ন এলাকার লালবাগ মহকুমা পিএইচই. দপ্তরের একটি পরিতক্ত রিজার্ভার ভাঙ্গার কাজ চলাছিল পিএইচই . দফতরের কর্মীরা তখনই অসাবধান হওয়ায় মাটির তলার ক্লোরিন গ্যাসের কন্টেনার ভেঙে যায় ।
যার জেরে পিএইচই. দপ্তরে কর্মরত চারজন সহ পার্শ্ববর্তী এলাকার ১৪ জন অসুস্থ হয়ে পড়েন ।
গুরুতর অসুস্থ অবস্থায় মোট ১৮ জনকে মুর্শিদাবাদ শহরের লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে সোমবারের দিন একটি বুলডোজার দিয়ে মুর্শিদাবাদ শহরের রেজিস্ট্রি অফিস মোড় সংলগ্ন লালবাগ মহাকুমার পি এইচ ই দপ্তরের একটি পরিত্যক্ত রিজার্ভার ভাঙার কাজ চলছিল ।
পি এইচ ই দফতরের কর্মীদের ভুলবশত ওই বুলডোজারটি মাটির তলার ক্লোরিন গ্যাসের কন্টেনারে আঘাত করে । যার ফলে ক্লোরিন গ্যাসের কন্টেনার লিক হয়ে যায়, ক্লোরিন গ্যাসের কন্টেনারে লিক হয়ে যাওয়ায় ঝাঁঝালো গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েন অনেকেই ।শুধু মানুষই যে অসুস্থ হয়ে পড়েছে এই ঘটনায় তা নয়, এই ঘটনায় পি এইচ ই দপ্তর সংলগ্ন এলাকার একাধিক গাছের ক্ষতি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে এই ক্লোরিন গ্যাস লিক হয়ে সাধারণ মানুষের শরীরে প্রবেশ করলে সাধারন মানুষের প্রাণ চলে যেতে পারে তবে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন সহ মুর্শিদাবাদ থানার পুলিশ প্রশাসন।
পি এইচ ই দপ্তরের ওই ক্লোরিন গ্যাসের কন্টেইনারটি যেখানে লিক হয়ে ছিল সেই জায়গাটি বর্তমানে বালি দিয়ে ঢেকে রেখেছে দমকলের কর্মীরা। তবে মুর্শিদাবাদ শহরের অন্যতম জনবহুল এলাকায় রেজিস্ট্রি অফিস মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে যাওয়ায় উদ্বেগ বাড়ছে।