এক সপ্তাহের মধ্যে ফের জঙ্গল মহলে আসছেন মুখ্যমন্ত্রী! করবেন বুথ স্তরীও বৈঠক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেদিনীপুর :: কয়েক মাস পর আবার জঙ্গল মহল সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি দু’দিনের সফরে মেদিনীপুরে আর তাই তার সফর কে ঘিরে জেলায় চলছিল সাজে সাজো রব।চারিদিকের পরিস্থিতি খতিয়ে দেখছিলেন প্রশাসনের আধিকারিকরা পাশাপাশি দলীয় স্তরেও বারবার ধরে বৈঠক করছেন শাসক দলের নেতাকর্মী ও সমর্থকরা।

প্রসঙ্গক্রমে বলা যায় ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর এই প্রথম মুখ্যমন্ত্রী জঙ্গলমহলের সফরে আসছেন দুদিনের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১৭ ই মে আসবেন মেদিনীপুরে। জেলা পরিষদের প্রদ্যুত স্মৃতি ভবনে দুপুর ৩ টা নাগাদ প্রশাসনিক বৈঠক করবেন জেলা আধিকারিক এর সঙ্গে।

এই বৈঠকে উপস্থিত থাকার কথা জেলাশাসক মহকুমাশাসক সহ জেলার বিভিন্ন স্তরের আধিকারিক বৃন্দ।এরপর সার্কিট হাউসে রাত্রি যাপন করে পরের দিন তিনি জনসভা করবেন মেদিনীপুর কলেজ কলিজিয়েট মাঠে। এই মাঠে বৈঠক শুরু করবেন বেলা বারোটা নাগাদ এবং বৈঠক করবেন মূলত বুথস্তরীয় নেতা কর্মীদের নিয়ে। যেখানে উপস্থিত থাকবেন জেলা নেতৃত্ব জেলার বিধায়ক এবং একদম নিচু স্তরের কর্মীরা।সামনেই পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন আর সেই লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে নিজের দলকে চাঙ্গা করতে উঠে পড়ে লেগেছেন তৃণমূল সুপ্রীমো। তাই তিনি জেলা সফরে আসছেন দুই দিনের জন্য। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে তাই তৎপরতা ছিল তুঙ্গে ।ইতিমধ্যে জঙ্গলমহলে যেমন জোর তৎপরতা প্রশাসনিক বৈঠকের তেমনি মেদিনীপুর কলেজ কলিজিয়েট মাঠে চলছে প্যান্ডেল তৈরীর কাজের জোর তৎপরতা।এই দুই বৈঠকের ব্যবস্থা খতিয়ে দেখছিলেন জেলা নেতৃত্ব এবং প্রশাসনের আধিকারিক বৃন্দ।

বারেবারে ভিজিট করছেন জেলা পুলিশ সুপার সহ জেলা পুলিশের শীর্ষ স্থানীয় কর্তা ও রাজ্যের শীর্ষস্থানীয় কর্তারা।এছাড়াও এই পরিকাঠামো খতিয়ে দেখছেন জেলা নেতৃত্ব বিধায়ক ও জেলা সভাপতিরা। প্রসঙ্গ ক্রমে বলা যায় কয়েকদিন আগেই সফরকে বানচাল করে দেয় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঝড় অশনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + fifteen =