নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: বোলপুরের পূর্ণীদেবি মহিলা কলেজের ছাত্রীরা প্রিন্সিপাল ও সমস্ত বিভাগের অধ্যাপক অধ্যাপিকাদের ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের দাবি সমস্ত পরীক্ষা অনলাইনে নিতে হবে। কারণ করোনা পরিস্থিতির জন্য অফলাইনে সেভাবে কোন ক্লাস করানো হয়নি ।বিশেষ করে অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলির শিক্ষকদের মুখই দেখেনি ছাত্রীরা তাই তাদের দাবি অনলাইনে পরীক্ষা নিতে হবে কিন্তু কলেজ কর্তৃপক্ষ জানায় তাদের হাতে কিছু নেই ।তারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে চিঠি লিখে মেল করেছে এবং আজই বেলা দুটো নাগাদ এই বিষয়ে একটি বৈঠক রয়েছে ।বৈঠক না হওয়া পর্যন্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেনা কলেজ কর্তৃপক্ষ। ছাত্রীদের দাবি যদি অনলাইনে পরীক্ষা নেওয়া হয় বা কোনো আশ্বাস তারা না পায় সেক্ষেত্রে এই ভাবেই ঘেরাও করে রাখবে তারা।