পূর্ণিমার কোটাল নদীতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে স্ত্রীর সামনে নদীতে তলিয়ে গেল স্বামী

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: রায়দিঘি :: নদীতে কাঁকড়া ধরতে গিয়ে স্ত্রী সামনে পূর্ণিমার কোটালের জোয়ারের তোড়ে নদীর জলে তলিয়ে গেলো স্বামী। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মথরাপুর দু’নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার দক্ষিণ কঙ্কনদিঘী মুন্ডা পাড়া এলাকায়। মুন্ডা পাড়াতে আদিবাসী সম্প্রদায়ের শতাধিক মানুষের বাস।

আদিবাসী সম্প্রদায়ের জীবিকা অর্জনের মূল রাস্তাই হলো নদী থেকে মাছ কাঁকড়া ধরা। রুজি-রুটির টানে পূর্ণিমার জোয়ারে এলাকার প্রায় শতাধিক মহিলা এবং পুরুষ মনি নদীর চরে কাঁকড়া ধরতে যায়। স্থানীয় সূত্রে খবর,পূর্ণিমার জোয়ারে মনি নদীতে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিল অসিত সর্দার(৩৬) এবং তার স্ত্রী আদরি সর্দার । অসিত মনি নদীতে কাঁকড়া ধরতে ব্যস্ত ছিল আর তার স্ত্রী আদরী মাছ ও কাঁকড়া বাছাই করার কাজ করছিল।বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর যখন অন্যান্য সঙ্গী-সাথীরা নদী থেকে উঠে আসছিল ওখান অসিত আর নদী থেকে চরে ওঠেনি। এরপর খোঁজাখুঁজি শুরু করে দেয় আদরি এবং চিৎকার করে সঙ্গী মৎস্যজীবীদের জানায় তার স্বামীর কথা। মৎস্যজীবীরা খোঁজ করতে শুরু করে দেয়, ঘটনাস্থলে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের দল। ঘটনাস্থলে এসে পৌঁছায় বিধায়ক অলোক জলদাতা , জয়েন্ট বিডিও পার্থ রায় ও রায়দিঘি থানার বিশাল পুলিশবাহিনী।

নদীতে বিপর্যয় মোকাবিলা দপ্তর পক্ষ থেকে চালানো হচ্ছে তল্লাশি অভিযান। বেশ কয়েক ঘন্টা কেটে যাওযার পরেও এখনো পর্যন্ত আসিতের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের একমাত্র রোজগেরেকে হারিয়ে কার্যত দিশাহারা সর্দার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =