কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শিক্ষাবর্ষ মালদা মেডিকেল কলেজে পিজির তিনটি কোর্স চালু হচ্ছে। স্ত্রীরোগ, মাইক্রোবায়োলজি ও ইএনটি বিভাগের তিনটি কোর্স চালু হচ্ছে। ইতিমধ্যে এম সি এর কাছে আবেদন করা হয়েছে। এমসি এর অনুমোদন পেলেই আগামী শিক্ষাবর্ষ এ তিনটি কোর্স চালু হবে।এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজের শুধুমাত্র একটি বিষয়ের পিজি কোর্স চালু রয়েছে গত বছরই এখানে পেডিয়াট্রিক পিজি কোর্স চালু হয় ওই কোর্সের পাঁচটি আসন মঞ্জুর করা হয়েছে এবারে আরো তিনটি বিষয়ে কোর্স চালু করার উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।মালদা মেডিকেল কলেজ এর সহকারী অধ্যক্ষ পুরঞ্জয় সাহা জানান এই কলেজে এমবিবিএস কোর্সে ১২৫ টি আসন রয়েছে । আর ও পাশাপাশি নতুন তিনটি পিজি কোর্স আগামী শিক্ষাবর্ষ চালু হবে। ইতিমধ্যে এম সি আই এর কাছে তার আবেদন পাঠানো হয়েছে। এখন শুধু অনুমোদন পাওয়ার অপেক্ষায়।