নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: কয়লা চুরির অভিযোগে গ্রেফতার হওয়া ২৬ জনের মধ্যে ৮ জনের জামিন মঞ্জুর ও ১৮ জনের ২ দিনের জেলা হেফাজতের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালতে। বুধবার বড়জোড়া পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের জেলা আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন।প্রসঙ্গত, মঙ্গলবার পুলিশ স্থানীয় বাগুলী খোলামুখ কয়লা খনি থেকে কয়লা চুরির অভিযোগে ২৬ জনকে হাতে নাতে ধরে ফেলে। একই সঙ্গে তাদের কাছ থেকে ৫০ টন কয়লা সহ সাইকেল মোটর সাইকেল আটক করা হয়েছে বলে জানা গেছে।আসামী পক্ষের আইনজীবি ও বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহা এদিন এই খবর জানিয়ে বলেন, লরি লরি কয়লা পাচার হয়ে যাচ্ছে, আর ঐ টাকা যেখানে পৌঁছানোর পৌঁছে যাচ্ছে। আর এরা গরীব মানুষ ঠিক জায়গায় টাকা পৌঁছাতে পারছেনা বলে কেস দেওয়া হচ্ছে। যা কিছু হচ্ছে সব ‘নবান্নের নির্দেশেই’ বলে তিনি দাবি করেন।