আমি নই, আমরা হয়েই কাজ করতে হবে, নাহলে করজোড়ে দল থেকে বিদায় জানাবো – মমতা বন্দোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেদিনীপুর :: মুখ্যমন্ত্রী বলেন আমি নই, আমরা হয়েই কাজ করতে হবে, নাহলে করজোড়ে দল থেকে বিদায় জানাবো ! বুধবার মেদিনীপুরর কলেজ ময়দানে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে দলের শ্লোগানও দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলে দিলেন এখন থেকে তাঁদের শ্লোগান ‘আমি নই, আমরা’।

তিনি বলেন, “আমি হলে চলবে না, সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি থেকে আমরা হয়ে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারলেই আমরা ভারত জয় করতে পারব। তখন দিল্লি আমাদের হাতে মুঠোয় আসবে।তিনি আরো জানান, “যাঁরা মঞ্চে বসে থাকেন তাঁরা বড় নন। মানুষের জন্য কাজ করতে হবে। কারণ নেতা কাজের মধ্যে দিয়ে তৈরি হয়। যে কাজ করে সেই নেতাদের আমি পছন্দ করি। সাধারণ মানুষের জন্য সব সময় কাজ করতে হবে।

সাধারণ মানুষকে সাহায্য করতে হবে। যে মানুষের পাশে দাঁড়ায় সেই আসল নেতা।” কী করে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে তাও জানিয়ে দেন তিনি। পরিষ্কার বুঝিয়ে দেন, কারোর জন্য কাজ করতে গিয়ে একটা টাকাও নেওয়া যাবে না।

একই সঙ্গে এই সম্মেলন থেকে তিনি জানিয়ে দেন, কাজ করতে হবে মানুষের জন্য, মানুষকে সঙ্গে নিয়েই। আর কেউ যদি তা না করে নিজের জন্য কাজ করতে চান তাহলে এক সেকেন্ডেই ‘ঘ্যাচাং ফু’ করে দেওয়া হবে। দলের নেতা কর্মীদের কাজ করতে হবে দলের নিয়ম নীতি মেনেই।

আর কেউ যদি না করেন তাহলে ‘এক সেকেন্ডেই তাঁর নাম কেটে দেওয়া হবে’। দলের বিধায়ক, জেলা পরিষদ সদস্য,পঞ্চায়েত সদস্যদের জন্য তাঁর আরও কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “ আমি নই, আমরা।

এই শ্লোগান নিয়েই কাজ করতে হবে। জিতে গেলাম আর মনে করলাম যে ‘আমি’ তা করলে চলবে না।”এই বার্তা দেওয়ার কারণ কী? দলীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকজন নেতা নিচুতলার কর্মীদের একেবারেই গুরুত্ব দিচ্ছিলেন না। ফলে ক্ষোভ বাড়ছিল দলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 18 =