BREAKING NEWS :: ‘প্রভাব খাটিয়ে’ নিজের মেয়েকে কল্যাণী এইমসে চাকরী পাইয়ে দেওয়ার অভিযোগ উঠলো বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বিরদ্ধে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: রাজ্যে এস.এস.সি দূর্ণীতি নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি, ঠিক তখন ‘প্রভাব খাটিয়ে’ নিজের মেয়েকে কল্যাণী এইমসে চাকরী পাইয়ে দেওয়ার অভিযোগ উঠলো বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বিরদ্ধে।অভিযোগ, বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানা কল্যাণী এইমসে নার্সিং কলেজে ডেটা এন্ট্রি অপারেটর (ডি.ই.ও) পদে কোনরকম পরীক্ষা ছাড়াই ‘সুপারিশের জোরে’ নিয়োগপত্র পেয়েছেন। আর বিষয়টিকে ভালো চোখে দেখছেনা বাম-তৃণমূল কেউই।বাম যুব সংগঠন ডি.ওয়াই.এফ.আই এর বাঁকুড়া জেলা সম্পাদক প্রদীপ পণ্ডা বলেন, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে যখন চাকরী পায়, ঠিক তখন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী যদি কারো কাকু-জেঠু হন তিনিও দূর্ণীতির কারণে চাকরী পাবেন, এটাই স্বাভাবিক। বিজেপি-তৃণমূল কোন আলাদা নয়, মুখ দু’টো আলাদা-গোডাউন সেই একটাই-আর.এস.এস।

একই সঙ্গে স্পষ্ট করে তিনি বলেন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের সুপারিশে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ের চাকরী হয়েছে। আর এর বিরুদ্ধে তাঁদের সংগঠন লড়ছে বলে তিনি জানান।

তৃণমূল নেতা ও বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী ব্যানার্জী বহু চর্চিত প্রবাদ বাক্য ‘ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি’ দিয়ে শুরু করে বলেন, সারা দেশে বিজেপি এই সমস্ত দূর্ণীতি করছে। কিছু হলেও তৃণমূলের উপর সি.বি.আই-ইডি হচ্ছে, কিন্তু তা বিজেপির ‘রাঘব বোয়াল’দের উপর হওয়া উচিৎ।একই সঙ্গে বিজেপি দূর্ণীতিতে আপাদমস্তক ডুবে আছে বলে তিনি দাবি করেন। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তাঁর দাবি, মেয়ে কোন সরকারী চাকরী করছেনা। ঠিকাদার সংস্থার অধীনে চুক্তিভিত্তিক কাজে তাঁর মেয়ে যুক্ত। এসব করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 18 =