নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: এস.এস.সি চাকরী নিয়ে বেনিয়ম এবং চাকরী প্রার্থীদের সঙ্গে দীর্ঘ দিনের বঞ্চনার অভিযোগ তুলে আন্দোলনে নামলো ভারতীয় জনতা যুব মোর্চা। সোমবার ঐ সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির তরফে শহরের মাচানতলা এস.এস.সি দপ্তর ‘আচার্য ভবনে’র সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন।
এদিনের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত বিজেপির বাঁকুড়া জেলা সাংগঠনিক সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, রাজ্য জুড়ে এস.এস.সিতে দূর্ণীতি হয়েছে। আদালতের নির্দেশে বাঁকুড়া জেলার ১৫ টি স্কুলে ১৫ জন অশিক্ষক কর্মীর বেতন বন্ধ হয়েছে। সবক্ষেত্রেই বাঁকুড়ার শিক্ষিত ও মেধাবী ছেলেদের বঞ্চিত করা হচ্ছে।এই জেলার তৃণমূলের এজেন্টদের মাধ্যমে কলকাতার বাবুদের কাছে চাকরী বিক্রি করছে। এই অবস্থায় চাকরী প্রার্থীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এর দায় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে পরেশ অধিকারীদের নিতে হবে বলে তিনি দাবি করেন।