খাল থেকে বিশাল আকৃতি কুমির উদ্ধার এলাকায় চাঞ্চল্য

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নামখানা :: খাল থেকে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বিশালাকৃতির কুমির। কুমির উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার নামখানা ব্লকের সাতমাইলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতনই খালে মাছ ধরতে গিয়েছিল স্থানীয় কয়েকজন মৎস্যজীবী।

মাছ ধরার সময় মৎস্যজীবীরা দেখতে পায় খালের পাশে শুয়ে রয়েছে বিশাল আকৃতির কুমির। বিশাল আকৃতির কুমিরকে দেখে প্রথমে স্থানীয় মৎস্যজীবীরা আতঙ্কিত হয়ে পড়ে। এরপর স্থানীয় মৎস্যজীবীরা বেশ কয়েকজন মৎস্যজীবী ও গ্রামবাসীদের ডেকে এনে জাল দিয়ে কুমির টিকে ধরতে সক্ষম হয়। এরপর বকখালি বনদপ্তর খবর পাঠানো হয়। স্থানীয় বনদপ্তর এর কর্মীরা উদ্ধার করে।

বনদপ্তর সূত্রে খবর, কুমির টি প্রায় ৭ ফুট। এই কুমির বিশেষ প্রজাতির কুমির । এই কুমিরের নাম “ঘড়িয়াল”। স্থানীয়ভাবে “ঘড়িয়াল”প্রজাতির কুমিরের খাদ্য তালিকায় রয়েছে ছোট মাছ। কুমিরটিকে উদ্ধারের পর শারীরিক পরীক্ষা করার জন্য পাথরপ্রতিমা ভগবতপুর কুমির প্রকল্প নিয়ে আসা হয়েছে।

বনদপ্তর সূত্রে খবর কুমিরটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর সুন্দরবনের নদীতে ছেড়ে দেয়া হবে। স্বাভাবিকভাবে খালের পাশে কুমির উদ্ধারের পর আতঙ্কিত রয়েছে এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =