আমের পর এবার বিশ্ব মানচিত্রে উঠে আসছে মালদহের লিচু।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: আমের পর এবার বিশ্ব মানচিত্রে উঠে আসছে মালদার লিচু। এই প্রথম মালদহের লিচু মধ্য পূর্বের দেশগুলিতে পাড়ি দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। কলকাতার রপ্তানিকারকদের উদ্যোগে মালদহের লিচু এবার যাচ্ছে ভিনদেশে। সমস্ত কিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লিচু পাঠানো হবে কাতার, ইউনাইটেড আরব আমিরশাহী সহ বেশ কয়েকটি দেশে।ইতিমধ্যে বিদেশে লিচু পাঠানোর প্রস্তুতি শুরু করেছেন জেলা উদ্যানপালন দফতরের কর্তারা। জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি মরসুমে মালদহের কালিয়াচক ও রতুয়া ব্লক থাকে বিদেশে লিচু পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মালদহের কালিয়াচক লিচুর সুনাম দেশজুড়ে। পাশাপাশি রতুয়া আশাপুর অঞ্চলে বেশকিছু ভালো মানে লিচুর বাগান রয়েছে। সেই বাগানের লিচুগুলো বিদেশে পাঠানোর উপযোগী।তাই উদ্যানপালন দফতরের কর্তারা কালিয়াচক ও লিচু বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছেন। এই বিষয়ে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা জানান,সব মিলিয়ে ১০ হাজার কেজি (১০ মেট্রিক টন) লিচু এবার বিদেশে পাঠানো হবে। কয়েকটি ধাপে ব্যবসায়ীরা লিচু এক্সপোর্ট করবেন। আমের পর মালদহের লিচু বিদেশের দরবারে বিক্রি হলে উপকৃত হবেন জেলার ব্যবসায়ী থেকে কৃষকেরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =