মালদহের হরিশ্চন্দ্রপুরের কাতলামারি থেকে অপহৃত তৃণমুল কর্মীর মুন্ডহীন দেহ উদ্ধার হল।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মালদহের হরিশ্চন্দ্রপুরের কাতলামারি থেকে অপহৃত তৃণমুল কর্মীর গলাকাটা দেহ উদ্ধার হল। বুধবার বাড়ি থেকে ৫০০ মিটার দূরে মাখনার জলাশয় থেকে তার গলাকাটা দেহ উদ্ধার হয়। এলাকা দখলকে ঘিরে কাতলামারি এলাকায় বাশির ও উনসাহাক গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের।

দুই গোষ্ঠীই আপাতত শাসকদলের ছত্রছায়ায় রয়েছে। পুলিশ জানায়, নিহতের নাম আব্দুল বারিক! সে উনসাহাকের ভাইপো। তাকে বশির ও তার দলবল অপহরণ করেছিল বলে অভিযোগ। এদিন বাশিরের ছেলে সাদ্দামকে নিয়ে তল্লাশি চালায় পুলিশ। সাদ্দামই জলাশয়ে বারিকের দেহ খুন করে ফেলে দেওয়া হয়েছিল বলে দেখিয়ে দেয়।

বারিকের গলা কাটা ছিল। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে পুলিশ জানিয়েছে। তবে দেহ মিললেও মাথার হদিশ এখনও মেলেনি বলে পুলিশ জানিয়েছে। এদিকে ওই ঘটনায় মূল অভিযুক্ত বাশিরকেও পুলিশ গ্রেফতার করেছে। নেপালে পালানোর সময় নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে এদিন সকালেই হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 12 =