জামুড়িয়ার তপসি এলাকায় একটি ফ্লাইওভার তৈরি করা হচ্ছে।

সুব্রত বাউরি :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: জামুড়িয়া বিধানসভার অন্তর্গত তপসি এলাকায় একটি ফ্লাইওভার তৈরি করা হচ্ছে। এই ফ্লাইওভার একটি পাতাল রেল ফ্লাইওভারের নীচে জাতীয় সড়ক বিভাগ তৈরি করবে। জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, জামুড়িয়া সমস্টি উন্নয়ন আধিকারিক জিষ্ণু দে সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন ।তপসি অঞ্চলের অঞ্চল সভাপতি রাজু মুখার্জীকে সাথে নিয়ে এলাকাটি পরিদর্শন করেন তাঁরা । এরই পরিপ্রেক্ষিতে জামুড়িয়া সমস্টি উন্নয়ন আধিকারিক জিষ্ণু দে বলেন ফ্লাইওভারের সঙ্গে সাবওয়ে নির্মাণ করা হবে। এ বিষয়ে সবার মতামত নেওয়া হয়েছে।

এই পাতাল রেল নির্মাণ করা হবে জায়গা পরিদর্শন করা হয়. তিনি বলেন, সবার অভিমত এখানে একটি পাতাল রেল নির্মাণ করা উচিত,এদিনের পরিদর্শনে প্রশাসনিক ও জনপ্রতিনিধিদের দৃষ্টিভঙ্গি পরিদর্শন করা হয়েছে, একটি কম উচ্চতার পাতাল রেল হবে। এলাকা পরিদর্শন করা হয় কোন পথে পাতাল রেল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 9 =