নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামনগর :: অভিনব উপায়ে একাধিক ডিয়ার লটারি জাল করে টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার হল ভিন জেলার এক প্রতারক মহিলা।
এই প্রতারণা চক্রের মাস্টারমাইণ্ড খোঁজে তল্লাশি শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। মঙ্গলবার তল্লাশি চালিয়ে পুলিশ ঘটনায় অভিযুক্ত এক মহিলাকে হাতেনাতে পাকড়াও করে।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার এলাকায়। রামনগর থানার পুলিশ জানিয়েছে অভিযুক্ত মহিলা গোসিয়া খাতুন। পুলিশী জিজ্ঞাসাবাদে জানায় তার বাড়ি দক্ষিণ পরগনা জেলা এলাকার বাসিন্দারা। বুধবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নাকচ করে দেন।
সূত্রের খবর, ভিন জেলা তথা দক্ষিণ ২৪ পরগনা থেকে এসে পূর্ব মেদিনীপুরে প্রতারণার ফাঁদ পেতে বসে ছিল বেশ কয়েকজন যুবক সহ মহিলারা। খুবই অভিনব উপায়ে ডিয়ার লটারি নম্বর মুহূর্তের মধ্যে নং জাল করে দোকানদার তথা লটারি টিকিট কাউন্টারে গিয়ে হাজির হতো ওই মহিলা।
দোকানদার তথা ডিস্ট্রিবিউটার কাছে কেউ জানাত দিঘা বেড়াতে এসে লটারি টিকিট কেটে ছিলেন। সেই নম্বরে তার টাকা লেগেছে। আপনি এই লটারিটি রেখে যদি টাকাটা দেন তাহলে খুবই উপকৃত হবো। সেই মতন ওই মহিলার কথায় টিকিট রেখে ওই মহিলাকে টাকা দিয়ে দিতো। এরপর জানতে পারে সেই লটারি টিকিট জাল।
পরে দোকানদার রামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে রামনগর থানার পুলিশ। দ্রুত তদন্তে নেমে কাঁথি থেকে অভিযান চালিয়ে ওই মহিলাকে গ্রেফতার করে।
রামনগর থানার ওসি সৌরভ চিননা বলেন ” অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।