কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মালদহ জেলার হরিশচন্দ্রপুর এলাকায় দেখা মিলল নীলগাই এর। এলাকাবাসীরা উদ্ধার করে নিয়ে এলো থানায়। নীলগাই কে দেখতে থানায় উপচে পড়া এলাকাবাসীর ভিড়। এক দিনের জন্য হরিশ্চন্দ্রপুর থানা চত্বর যেন চিড়িয়াখানা। থানার পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে বনদপ্তর কে।নীলগাই কে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের। নীলগাই এক ধরনের বন্যপ্রাণী। যা দেখতে অনেকটা হরিণের মতো। এটি আরটিও ডেকটাইল প্রজাতির। সাধারণত উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের জঙ্গলে নীলগাই সব থেকে বেশি দেখা যায়।
বাংলায় সাধারণত এই প্রাণীর দেখা মেলেনা চিড়িয়াখানা ছাড়া। কিন্তু অদ্ভুত ভাবে বৃহস্পতিবার হঠাৎ হরিশ্চন্দ্রপুর এলাকার সাদলিচক উত্তর কনকনিয়া গ্রামে একটি নীলগাইকে দেখতে পায় এলাকার মানুষজন। মাঠে ওই সময়ে কয়েকজন মানুষ ধান কাটছিল।
সেই সময় নজরে আসে। কিছু মানুষ ঐ নীল গাইকে ধারালো অস্ত্র দিয়ে মারার জন্য উদ্যত হয়। নীলগাইটি সেই সময় পাশের একটি পুকুরে পড়ে যায়। গ্রামবাসীরা প্রতিবাদ করে যে মারতে দেওয়া যাবে না।
পুকুর থেকে সেই নীল গাই কে এলাকাবাসীরা উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসে। এই খবর ছড়িয়ে পড়তেই হরিশ্চন্দ্রপুর এলাকার চারিদিক থেকে ভিড় জমায় মানুষজন। সাধারণত এই প্রাণীটির খাদ্যাভ্যাস সম্পর্কে কারোরই ধারণা নেই। তাই সে কি ধরনের খাবার খায় তার জন্য ইন্টারনেট সার্চ করছে পুলিশ কর্তারা।সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশদের। এলাকাবাসীরা এই ভাবে নীল গাই দেখতে পেয়ে খুব খুশি। সকলেই ব্যস্ত তার ছবি তুলতে, এই মুহূর্তে থানা চত্বরেই বেঁধে রাখা হয়েছে।
প্রশ্ন উঠছে কি ভাবে এলো এই নীল গাই। কোথা থেকেই বা এলো। যেখানে আসে পাশে সেরকম কোনো বন নেই। আর এই রাজ্যে তেমন ভাবে নীল গাইও দেখতে পাওয়া যায় না। অন্য রাজ্য থেকে কী ভাবে আসা সম্ভব? এই সব প্রশ্নের উত্তরই খুঁজছে পুলিশ।