সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: রাজ্যে একের পর এক শিক্ষক নিয়োগ ঘটনায় দুর্নীতি সামনে চলে আসছে। এতে অস্বস্তির মধ্যে পড়েছে রাজ্য সরকার। এবার শিক্ষক নিয়োগে দুর্নীতি ও কাকদ্বীপ চিটফান্ড কাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার সুন্দরবন পুলিশ জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দেয় বিজেপি।মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি প্রদ্যুৎ বৈদ্যর নেতৃত্বে কাকদ্বীপ নতুন রাস্তা থেকে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে মিছিল করে ডেপুটেশন জমা দেয় কয়েক শো বিজেপি কর্মী সমর্থকরা। এই দিন উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, শিক্ষক নিয়োগ থেকে একাধিক চাকরির নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির আভিযোগ সামনে চলে আসছে।
ইতিমধ্যে কয়লা পাচার কাণ্ড নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(সিবিআই) ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তলব করেছে সিবিআই।এই বিষয় তিনি জানান,শওকত মোল্লা শুধু নয় আরো অনেক এই জেলার নেতারা ডাক পাবেন তার ডানহাত বাঁহাত যারা রয়েছেন চুরি করলে তো ডাকবে।
রাজ্যর মন্ত্রিসভা গঠন নিয়ে তার কটুক্তি করে বলেন, আমার মনে হচ্ছে মন্ত্রিসভার বেশিরভাগ মন্ত্রী এখন জেলে থাকবে সেই প্রস্তুতির জন্য এই বৈঠক তার মন্ত্রিসভার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে যাবে অনেক নাম বলে দেবে কার কার নাম বলে দেবে তখন তো মুশকিল হয়ে যাবেপার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা নিয়ে তিনি বলেন প্রচুর সম্পত্তি সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পারছি পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে তার সম্পত্তির তালিকা দেখানো হচ্ছে।
এসএসসির পাশাপাশি কলেজ নিয়োগের বিক্ষোভের বিষয়ে তিনি বলেন শুধু এসেছি ও কলেজ নয় ফুড সাপ্লাই বনবিভাগের যে সমস্ত নিয়োগ হয়েছে তাতে দুর্নীতি হয়েছে যখন রাজ্য সরকার তদন্ত করুক।
রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে আমাদের দলে চলে আসে তখন মুখ্যমন্ত্রী ও বিভাগের নিয়োগ দুর্নীতি স্বীকার করেছিল তাতে তদন্ত হোক যারা দোষী তাদের রাজ্য সরকারের পুলিশ ধরুক।
সিবিআই পরে আসবে বড় চোর ধরার জন্য। সম্প্রতি, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আটটি রাজ্যের দায়িত্ব পাওয়া নিয়ে তিনি জানান,দিলীপদার দায়িত্ব পাওয়া রাজ্য বিজেপির কাছে গর্বের বিষয় তিনি সংগঠনে অনেক অভিজ্ঞ ।
সেই রাজ্যের মানুষ অনেক উপকৃত হবেন। এইদিন বিজেপি ডেপুটেশন ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা।