সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে আরো বেশি সুসম্পর্ক গড়ে তুলতে সাইকেলে বাংলাদেশ ভ্রমণ । দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের বেগমপুরের বাসিন্দা পাপ্পু রায় ।
পাপ্পুর গ্রামেই একটি ছোট্ট বাড়ি । সংসারে মা , তার স্ত্রী , ও ছোট্ট একটি মেয়েকে নিয়ে সংসার । তার ইচ্ছা মানব পাচার বন্ধ হোক । তার এই ইচ্ছায় সামিল ও উৎসাহ দিলেন মা ও তার স্ত্রী। সাইকেল চালিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দিলো । তার উদ্দেশ্য মানব পাচার বিরোধী প্রচার। পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় দেখা গিয়েছে,নারী পাচার,নাবালক ছেলেদের কাজের প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে গিয়ে ক্রীতদাস বানানো।বাংলাদেশ থেকে ভারতে বহু পাচার হয়েছে এমন ঘটনা নতুন না।এর আগে পাপ্পু রায় পশ্চিম বাংলা থেকে নেপালে গিয়েছে মানব পাচার বিরোধী প্রচার করতে।এবার পাড়ি দিলো বাংলাদেশে।তার একটাই উদ্দেশ্যে ভারত থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশে গিয়ে বিভিন্ন জায়গাতে এই প্রচার অভিযান চালাবে।
তার এই সাইকেল যাত্রার পথে ফুল ও ভারতের জাতীয় পতাকা দিয়ে সম্বর্ধনা দিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
ভারত সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে স্বচেতনতা গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাচার বিরোধী কর্মশালায় এই প্রচার অভিযান চালাবে।