মালদহের বিহারসীমান্ত চাঁচল থানার মহানন্দপুর এলাকায় ডাকাতির ঘটনায় চাঞ্চল‍্য ছড়িয়েছে

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বোমা উদ্ধারের পর দুদিনের মধ‍্যে এলাকায় ডাকাতি।আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব‍্যবসায়ীর বাড়িতে লুট।পরপর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী।মালদহের বিহার সীমান্ত চাঁচল থানার মহানন্দপুর এলাকায় ডাকাতির ঘটনায় চাঞ্চল‍্য ছড়িয়েছে।
উল্লেখ্য,ওই ডাকাতি হওয়া বাড়ি থেকে প্রায় চারশো মিটার দূরে দুদিন আগে কলাবাগান থেকে উদ্ধার হয় প‍্যাকেট ভর্তি বোমা।ঘটনার দুদিন কাটতে না কাটতেই মহানন্দপুরে ব‍্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি।পুলিশ সূত্রে জানা গেছে,মহানন্দপুর বাজার এলাকার ওই ব‍্যবসায়ী হিমাংশু সাহার বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।

শনিবার ভোররাতে শাটার দরজা ভেঙে বাড়ির ভেতরে ডোকে ডাকাত দল। ওই বৃদ্ধ ব‍্যবসায়ী জানান,বাড়িতে আমি একাই থাকি।রাতে কয়েকজন দুস্কৃতি শাটার ভাঙে।সেই শব্দ শুনে বারান্দায় আসি।তখনই তারা আমাকে ঘিরে ফেলে।এবং মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকার সন্ধ্যান চায়।সন্ধ‍্যান না দেওয়াই আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় গুরুতরভাবে আঘাত করে।

তবে কতটা পরিমাণে টাকা লুট হয়,ব‍্যবসায়ীর ভাই গৌতম সাহার পরামর্শে দাদা সেকথা সংবাদ মাধ‍‍্যমকে জানাতে চাননি। এলাকাসূত্রে জানা গেছে, দুদশক ধরে কয়েকবার ডাকাতি হয়েছে ওই ব‍্যবসায়ীর বাড়িতে।বারবার একই বাড়িতে কার মদতে এমন ঘটনা ঘটছে,প্রশ্ন উঠেছে এলাকায়।

এলাকাবাসী মহম্মদ রবিউল ইসলাম(রবি) জানান,পরপর এলাকায় অপরাধমূলক ঘটনা ঘটায় আমরা আতঙ্কিত।এমন ঘটনায় পুলিশি নিরাপত্তাব্যবস্থা দাবি করেছেন এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =