BREAKING NEWS :: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কুকুরের মুখে রোগীর হাত

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে উপর অনেক সাধারণ মানুষ নির্ভরশীল। সবার পক্ষে বেশি পয়সা খরচ করে নার্সিংহোম গুলিতে চিকিৎসা করা সম্ভব হয়ে ওঠেনা।

চিকিৎসা ক্ষেত্রে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে উপর শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী অঞ্চলের অনেক মানুষ নির্ভরশীল।

কিন্তু চূড়ান্ত অব্যবস্থা পরিচয় মেলে মাঝে মাঝেই, রোগীর পরিজনরা একাধিক সময় অভিযোগ করেন সঠিকভাবে পরিষেবা পাওয়া যাচ্ছে না। আবার স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাচ্ছেন না রোগীরা কিছুদিন আগে এই অভিযোগ করেছিলেন রোগীর আত্মীয় স্বজনরা।

আর এবার যে অভিযোগ এসেছে তা শুনলে চোখ কপালে উঠবে । রোগীর কাটা হাত কুকুরের মুখে দেখতে পাওয়া গেল মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে।ঘটনা সম্পর্কে জানা গিয়েছে গতকাল অর্থাৎ রবিবার শিলিগুড়ি সংলগ্ন গোরা মোড় এলাকায় দুর্ঘটনায় হাত কাটা পড়ে ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় সরকারের।

এরপর তার তাকে ও তার কাটা হাত সঙ্গে নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান সঞ্জয় সরকারের আত্মীয়রা । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয় তার চিকিৎসা। কিন্তু এরপর তার পরিবার অভিযোগ করে সংলগ্ন চত্বরে একটি কুকুর সেই হাত মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে।

এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।পুরো ঘটনাটা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো রোগীর আত্মীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয় তারা কেন নিজেদের কাছে কাটা হাত না রেখে রোগীর কাছে রেখেছিলেন। পরে অবশ্য মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানান অভিযোগ খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 9 =