নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বন্ধ ট্রেন। এই সুযোগে দেদার ভাড়া বাড়িয়ে চলছে অটো-টোটো। এমনই অভিযোগ সাধারন মানুষের। হুগলী মোড় থেকে চুঁচুড়া স্টেশন জনপ্রতি টোটোর ভাড়া সর্বোচ্চ ২০টাকা। কিন্তু সেই ভাড়াই ৫০থেকে ৬০টাকা পর্যন্ত হাকাচ্ছে টোটো চালকরা। এমনটাই অভিযোগ সাধারন যাত্রীদের।ব্যান্ডেল স্টেশন থেকে চুঁচুড়া স্টেশন পর্যন্ত জনপ্রতি সর্বোচ্চ টোটোর ভাড়া ৫০টাকা কিন্তু ট্রেন বন্ধ থাকায় সেই ভাড়াই ১৫০থেকে ২০০টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ। শুধু স্টেশন থেকে স্টেশন নয়, ট্রেন বন্ধের সুযোগ নিয়ে যেমন খুশি ভাড়া চাওয়া হচ্ছে প্রায় সর্বত্রই।
চুঁচুড়া স্টেশন থেকে খাদিনামোড় পর্যন্ত টোটোর ভাড়া জনপ্রতি ১০টাকা। কিন্তু সন্ধ্যার দিকে সেই ভাড়াই ৫০শে ঠেকছে বলে অভিযোগ। একে তো ট্রেন বন্ধ। তার উপর টোটোর খুশি মত ভাড়া চাওয়া এই দুইয়ের জাঁতাকলে পরে নাভিশ্বাস সাধারন মানুষের।
যদিও হুগলী-চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় বলেন দুর্ভোগে মানুষের পাশে দাঁড়ানো উচিত কিন্তু এঁরা সুযোগ নিচ্ছে। তবে বেশী ভাড়া না দেওয়াই উচিত।