সাধারণ মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে অভিনব উদ্যোগ নিল জামুড়িয়ার শ্যাম মেটালিক কারখানা।

সুব্রত বাউরি :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: জামুড়িয়া বোরো-১ অফিসে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জামুরিয়া বাসীকে আধুনিক চিকিৎসা সরঞ্জাম দিয়ে সুসজ্জিত স্বাস্থ্য পরিষেবার জন্য মোবাইল ভ্যানটিকে উৎসর্গ করলেন শ্যাম মেটালিক কারখানা |

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা সভাধিপতি সুভদ্রা বাউরী, জামুড়িয়ার বিডিও যিশানু দে, জেলা পরিষদের অধ্যক্ষ তাপস চক্রবর্তী, আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় । ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, শ্যাম মেটালিক কারখানার ডাইরেক্টর সুমিত চক্রবর্তী, সহ এলাকার একাধিক বিশিষ্ট বর্গ।

এই অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে সবুজ ঝান্ডা নিয়ে গাড়িটিকে রওনা করেন এলাকার চিকিৎসার পরিষেবা দেওয়ার জন্য। শ্যাম মেটালিক এর পক্ষ থেকে সুমিত চক্রবর্তী জানান এলাকার আর্থসামাজিক উন্নয়নে তারা বদ্ধপরিকর। সারা বছর তারা বিভিন্ন রকম সামাজিক কাজ করে থাকেন।

মহামারী সময় অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে খাদ্য পোশাক এলাকায় স্কুল ভবন নির্মাণ সমস্ত কিছুর দ্রুততার সঙ্গে তাদের কারখানা পরিষেবা দিয়ে আসছেন। কিছুদিনের মধ্যে জামুড়িয়ায় দমকল পরিষেবা চালু করবেন তারা বলে জানান সুমিত বাবু।

বিধায়ক হরে রাম সিং জানান জামুড়িয়ায় ছোট-বড় ৩০ টির বেশী কল কারখানা রয়েছে। কিন্তু এলাকার মানুষদের এবং এলাকার উন্নয়নের জন্য একমাত্র শ্যাম মেটালিক কারখানা সদর্থক ভূমিকা নিয়ে থাকেন।

যখনই কারখানা কর্তৃপক্ষ কে কোন এলাকার উন্নয়ন এর জন্য কিছু করতে বলা হলে তারা আন্তরিকতা ও দ্রুততার সঙ্গে সে কাজটি করে দেন। অথচ আরো বাকি সব কারখানা সেভাবে এগিয়ে আসে না।

অভিজিৎ ঘটক জানান এলাকার উন্নয়নে কারখানার বড় ভূমিকা রয়েছে। তাদের সরকার সদাসর্বদা কারখানার সঙ্গে রয়েছে।

আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানান স্থানীয় বেকার যুবকদের কারখানার কাজে নেওয়া নিয়ে প্রায়ই কারখানায় নেতিবাচক চিন্তা ভাবনা রয়েছে।স্থানীয় বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে কাজে নিয়োগ করার জন্য সুপারিশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =