নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: মুর্শিদাবাদ জেলার কান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার কানা ময়ুরাক্ষী নদীর ব্রিজ থেকে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক যুবক। জানা গিয়েছে ওই যুবকের নাম আব্দুল আজিজ বাড়ি কান্দি শহরের ছাতিনাকান্দি পিরতলা এলাকায়। পারিবারিক বিবাদের জেরে এই আত্মহত্যার চেষ্টা বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।কান্দি বাসস্ট্যান্ড এলাকায় কর্তব্যরত পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। বর্তমানে আব্দুল আজিজ নামের ওই যুবক কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কি কারণে আত্মহত্যার এই প্রচেষ্টা তার তদন্তে নেমেছে কান্দি থানার পুলিশ ।